ওষুধ ও পোশাকে ভ্যাট পুনর্বিবেচনায় অর্থ উপদেষ্টার আশ্বাস
- By Jamini Roy --
- 16 January, 2025
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ওষুধ, পোশাকসহ বেশ কয়েকটি পণ্যের ওপর প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, "ওষুধ এবং পোশাকের মতো গুরুত্বপূর্ণ পণ্যে ভ্যাট হ্রাসের বিষয়ে আমরা কাজ করছি। এটি জনগণের স্বার্থে প্রয়োজন। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে এবং আমরা এটি কার্যকর করার চেষ্টা করছি।"
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী জানান, কিছু পণ্যে ভ্যাট কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি বলেন, “যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সিদ্ধান্ত হলে শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।”
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি একটি অধ্যাদেশ জারি করে হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট ১৫ শতাংশ করা হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবি এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে এ হার আবার ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, "হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচিত হয়েছে। আজকের মধ্যে এনবিআর এ বিষয়ে নতুন আদেশ জারি করবে, যেখানে ভ্যাট আগের মতো ৫ শতাংশেই রাখা হবে।"
এই ভ্যাট পুনর্বিবেচনার ফলে ব্যবসায়িক খরচ কমবে এবং ভোক্তারা সরাসরি উপকৃত হবে। বিশেষ করে ওষুধ ও পোশাকের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট হ্রাসের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।
বিশ্লেষকদের মতে, সরকারের এই উদ্যোগ জনসাধারণের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায্য রাজস্ব নীতির প্রতিফলন। অর্থনীতির বিভিন্ন খাতের ওপর চাপ কমিয়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
সংক্ষেপে, সরকারের এই পদক্ষেপ ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।